নিজস্ব প্রতিবেদক: অল্প সময়ের বৃষ্টিতে রাজশাহী মহানগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। আজ বৃহস্পতিবার বিকেল চারটার পর থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি নামে প্রায় বিকেল পাঁচটা পর্যন্ত। বৃষ্টিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক ও পাড়া-মহল্লা রাস্তায় জলাবদ্ধতা দেখা দেয়।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর থেকে রাজশাহী মহানগরের আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। এর কিছুক্ষণ পর বিকেল চারটার দিকে শুরু হয় কবৃষ্টিপাত প্রায় এক ঘণ্টার কিছুক্ষণ কম সময় রাজশাহী মহানগরীতে ভারী বৃষ্টিপাত
হয়। এতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। রেলগেট ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এমকে