খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ
হলিউড হার্টথ্রব টম ক্রুজ আর অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের বিয়ে যখন হয়েছিল, ক্রুজ তখন সুপারস্টার। কিন্তু কিডম্যান সেই তুলনায় অনেক ছোট। টম ক্রুজকে ওইটুকু বয়সে কেন বিয়ে করেছিলেন? উত্তরটা এত বছর পর এসে দিলেন নিকোল কিডম্যান। তার মন্তব্য হলো, এই বিয়ের সুবাদে ক্যারিয়ারের শুরুতে যৌন হয়রানি থেকে সুরক্ষা পেয়েছেন তিনি। অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বলেন, খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তবে ঘর বেঁধে শক্তি পেয়েছি, তা পুরোপুরি বলা যাবে না। এটি মূলত ছিল সুরক্ষা। ভালোবাসার জন্য বিয়ে করেছি ঠিকই, একইসঙ্গে হলিউডের অত্যন্ত শক্তিশালী একজন মানুষের ছায়া আমাকে যৌন হেনস্তা থেকে দূরে রেখেছে। হলিউডে নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনসহ অনেকের যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে। এগুলো প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন, অবশ্যই আমিও মিটু হ্যাশট্যাগ আন্দোলনে শামিল হওয়ার মতো মুহূর্তের সম্মুখীন হয়েছি। তখন আমি খুব ছোট। ১৯৯০ সালে টম ক্রুজকে বিয়ে করেন নিকোল কিডম্যান। এর কয়েকদিন আগে তারা একসঙ্গে ‘ডেজ অব থান্ডার’ ছবির কাজ শুরু করেন। ২০০১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। সংসারে দুই সন্তান দত্তক নেন দু’জনে। তারা হলেন ইসাবেলা (২৫) ও কনোর (২৩)। বিয়েবিচ্ছেদ তাকে মানসিকভাবে পরিণত করেছে বলে মনে করেন নিকোল কিডম্যান।
খবর২৪ঘন্টা / সিহাব