খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পিরোজপুর সদরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া একটি বাসের ছয় যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে তৈশী পরিবহণের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
বরগুনা জেলার পাথরঘাটা থেকে ছেড়ে আসা বাসটি পিরোজপুর হয়ে ঢাকায় যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি টিম সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ছয় যাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে তিনজনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আধুনিক যন্ত্র না থাকায় তাৎক্ষণিকভাবে বাসটিকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল।
খবর২৪ঘন্টা/নই