খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বেসিক ব্যাংকের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
এ মামলার আসামিরা হলেন মেসার্স টাইটান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান, পরিচালক আরশিয়া আতিক ও বেসিক ব্যাংকের গুলশান শাখার চাকরিচ্যুত ব্যবস্থাপক এস আসিফ আহমেদ।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের ৮ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাৎ করেন । তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
খবর২৪ঘন্টা/নই