1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অমিতাভ-আমিরের নাচে জমে উঠল সপ্তমীর জলসা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

অমিতাভ-আমিরের নাচে জমে উঠল সপ্তমীর জলসা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: আজ মহাসপ্তমী। শহর থেকে গ্রাম। গলি-থেকে রাজপথ ভাসছে আলোর রশনাইয়ে। চলছে খাওয়া-দাওয়া। জমে উঠেছে আড্ডা। আর এসবের মাঝে পুজোর জলসায় ওভারডোজ অমিতাভ-অমিরের ডুয়েট। আজ মুক্তি পেল ‘ঠগ অফ হিন্দোস্থান’-এর প্রথম গান ‘ভাসমাল্লে’। যেখানে একসঙ্গে নাচতে দেখা যাচ্ছ বিগ বি ও পারফেকশনিস্টকে।

সময়ের সঙ্গে বদলেছে অভিনয়ের ধারা। আর এই ধারার সঙ্গে নিজেকে ভালোমতোই খাপ খাইয়ে নিয়েছেন অমিতাভ। এই ৭৫-এও তিনি সমানে টক্কর দিয়ে চলেছেন নতুন প্রজন্মকে। তারই আরেকটি উদাহরন এই গান বলা যায়। আর চরিত্রের খাতিরে লুক নিয়ে অমিতাভের এক্সপেরিমেন্ট নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন দর্শকদের চমকে দিয়েছেন বিগ বি। তবে এখানে আমিরকে অনেক পিছনে ফেলে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আমিরের ‘ঠগস অফ হিন্দোস্তান’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে প্রথমবার ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিরকে। তাছাড়া ভারতীয় চলচ্চিত্রে ফিকশনের এখনও পর্যন্ত সেরা উদাহরণ ‘বাহুবলী’। দু’টি ভাগে মুক্তি পেয়েছিল রাজামৌলির ছবিটি। আঞ্চলিক সিনেমা হলেও রেকর্ড ব্যবসা করেছিল মাহেশমতি সাম্রাজ্যের কাহিনি। এবার তাকেও টক্কর দিতে চান প্রযোজক আদিত্য চোপড়া।

তাই খরচ যাই হোক, নিজের পিরিয়ড ড্রামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোনও আপস করতে রাজি নন প্রযোজক। এই সিনেমার জন্য তৈরি হয়েছে আস্ত দুই জাহাজ। যা প্রায় একবছর ধরে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইউরোপের মাল্টা উপকূলে এই জাহাজ দু’টি তৈরি করার জন্য প্রায় হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন। অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শও নেওয়া হয়েছে। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লক্ষ কিলোগ্রাম।

এছাড়া রয়েছে আমির। বছরের একটি ছবি। সেটাই ব্লকবাস্টার হিট। সদ্য মুক্তি পেয়েছে এই ছবিতে তাঁর লুক। যার ক্যাপশনে নায়ক লিখেছিলেন, “এটাই আমি। ফিরাঙ্গি মল্লাহ। আমার থেকে ভাল মানুষ আর পাবেন না আপনি। সততা আমার দ্বিতীয় নাম। আর নিজের কাজের প্রতি বিশ্বস্ত থাকাই আমার লক্ষ্য।”

প্রথম থেকেই শোনা যাচ্ছে, এছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে আমিকে। যেখানে তিনি অভিনয় করবেন জলদস্যুর ভূমিকায়। তাই শুরু থেকেই ভয়ঙ্কর এক লুক মাথায় এঁকে রেখেছিল সিনেপ্রেমীরা। কিন্তু আমিরের এই লুকে নেই ভিলেনের ছাপ। বরং কিছুটা মজাদার লাগছে তাঁর এই রূপ।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST