1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অভিষেককে ভুলে নতুন প্রেমে ঐশ্বর্য! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

অভিষেককে ভুলে নতুন প্রেমে ঐশ্বর্য!

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুলা, ২০১৮

বিনোদন,ডেস্ক: দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ঐশ্বর্য-অভিষেকের৷ বিয়ের কয়েক বছর আগে থেকে প্রেম তাঁদের৷ বলিউডের এই জনপ্রিয় জুটির প্রেম আজও একই রকম রয়ে গিয়েছে৷ তবে হঠাৎ শোনা যাচ্ছে ঐশ্বর্য নাকি অন্য এক অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন৷ আর তাই প্রমাণ হল এই গানে৷ মুক্তি পেল ‘ফানে খান’র নতুন গান ‘হালকা হালকা’৷ সেখানে ঐশ্বর্য এবং অভিনেতা রাজ কুমার রাওয়ের রসায়ন ফুটে উঠেছে৷ গানে দেখা যাচ্ছে ঐশ্বর্য ধীরে ধীরে রাজকুমারের প্রেমে পড়ছেন৷ তাঁদের কেমিষ্ট্রি নিয়েই তৈরি এই গান৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

এই প্রথম রাজকুমারের সঙ্গে কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন৷ প্রথমবার স্ক্রিন স্পেস শেয়ার করলেও ছবিতে তাঁদের রসায়নে তেমন কোনও আড়ষ্টতা নেই৷ ‘ফানে খান’ ছবিতে ঐশ্বর্য-রাজকুমারের কেমিস্ট্রি ছাডা়ও রয়েছে নানা চমক৷ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির একটি পেপি ট্র্যাক৷ যেখানে ঐশ্বর্যের পপ অবতারে মুগ্ধ হয়েছিল সাইবারবাসী৷

বহুদিন ধরে ভক্তরা এই অপেক্ষায় ছিলেন কবে ঐশ্বর্যার পপস্টার লুক দেখতে পাবেন৷ ‘ফ্যানি খান’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন, পপস্টার বেবি সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন৷ এর আগে কখনও এই ধরণের চরিত্রে অভিনয় করেননি ঐশ্বর্যা৷ স্বাভাবিকভাবেই তাঁর এই পপস্টার অবতার নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ তো ছিলই৷

গানটিতে স্টেজের ওপর পারফর্ম করছেন বেবি সিং৷ ব্লিঙ্গি কস্টিউম পরে হাতে মাইক নিয়ে স্টেজ কাঁপাচ্ছে বেবির পারফরমেন্স৷ ‘মহব্বত’ গানটি আসলে একটি পুরনো গানের রিমেক৷ ‘আনমোল ঘড়ি’ ছবির গান ‘জাওয়া হ্যায় মহব্বত’৷ সেই গানটিকেই পপ জনরাহর টাচ দিয়ে এই নতুন ট্র্যাক বানানো হয়েছে৷ নতুন গানটিতে লিরিকসের খানিক তফাত রয়েছে সঙ্গে সুরেরও৷ এনার্জেটিক মিউজিকের মাঝে ইংরেজি লিরিকসও ঢোকানো হয়েছে৷ যাতে গানটির মধ্যে পপ কালচারের স্বাদ থাকে৷ গানটি গেয়েছেন সুনিধি চৌহান৷ ছবির সঙ্গীত পরিচালক তনিশ্ক বাগচী৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

বেলজিয়ামের ছবি ‘এভরিবডিস ফেমাস’ রিমেক হল ‘ফ্যানি খান’৷ এই মিউজিকাল কমেডিতে অনিল কাপুর একটি উঠতি তরুনী গায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন৷ ছবিতে তিনিও একজন সঙ্গীতকার তবে তিনিও একজন স্ট্রাগলার৷ সঙ্গীতের জগতে তাঁর মেয়েরও নাম হবে, এই আশা নিয়েই ফন্দি আঁটে সেই ব্যক্তি৷

শহরের নামী এক গায়িকার অপহরণ করেন তিনি৷ সেই নামী গায়িকারে ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্যা রাই বচ্চন৷ ‘এমনই এক ফ্যানি খানের কাহিনি. . আমারও কাহিনি’৷ এই ক্যাপশন দিয়েই ‘ফ্যানি খান’র পোস্টার প্রকাশ্যে এনেছিলেন অনিল কাপুর৷

দীর্ঘ ১৮ বছর পর আবারও এক ছবিতে কাজ করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অনিল কাপুর৷ ‘হম আপকে দিল মে রেহতে হ্যাঁয়’ পর স্ক্রিন স্পেস শেয়ার করছেন এই অভিনেতা-অভিনেত্রী৷ তবে এবারে কেউ কারও বিপরীতে নয়৷ সম্পূর্ণ অন্য ধাঁচের ছবিতে একে অপরের সঙ্গে অভিনয় করছেন, ‘ফ্যানি খান’ ছবিতে৷ ছবির পরিচালক অতুল মঞ্জরেকর৷ ৩ অগাস্ট মুক্তি পাবে ছবিটি৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST