খবর ২৪ঘণ্টা ডেস্ক:রোববার দুপুরে নিখোঁজ ১২ শিক্ষার্থীর অভিভাবকদের সংবাদ সন্মেলনের একদিন পর আজ সোমবার দুপুরে তেজগাঁ থানায় দায়ের করা পুলিশের কাজে বাঁধা প্রদান, ছাত্র আন্দোলনে গুজব সৃষ্টির অভিযোগ দেখিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, রোববার রাতে তেজকুনি পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক আজিজ, মো. তারেক, জাহাঙ্গীর আলম, মো. মুজাহিদুল ইসলাম, মো. আলামিন, মো. জহিরুল ইসলাম, মো. বোরহানউদ্দীন, ইফতেখার আলম, মো. মেহেদী হাসান রাজীব, মো. মাহফুজ, মো. সাইফুল্লাহ, মো. রায়হানুল আবেদীন।
খবর ২৪ঘণ্টা/ নই