1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অভিনেত্রীর পাশে বসেই একের পর এক জামা খুললেন এই অভিনেতা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

অভিনেত্রীর পাশে বসেই একের পর এক জামা খুললেন এই অভিনেতা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চই ভাবছেন কাস্টিং কাউচের শিকার হলেন রাজকুমার রাও৷ আজ্ঞে না! স্বেচ্ছায় স্ট্রিপ করলেন রাজকুমার৷ আর আদেশ করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া৷

নেহা ধুপিয়ার সেলেব্রিটি চ্যাট শো ‘বিএফএফস উইথ ভগ’ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর বারবারই শিরোনামে উঠে আসছে৷ এবারে দেখা গেল স্ট্রিপ করছেন রাজকুমার৷ পাশে রাধিকা আপ্তে বসে কিন্তু অভিনেতার মুখে বিন্দুমাত্র অস্বস্তি নেই৷ নির্দ্বিধায় একের পর এক জামা খুলতে শুরু করলেন অভিনেতা৷ কিন্তু প্রশ্ন হল কেনই বা হঠাৎ স্ট্রিপ করার আদেশ পেলেন তিনি৷

আসল ব্যাপার হল শোয়ের একটি সেগমেন্টের জন্য এমন কাজ করলেন রাজুমার৷ সেগমেন্টের নাম “স্ট্রিপ ইট অর স্ট্র্যাপ ইট”৷ নাম শুনেই খানিকটা আন্দাজ করাই যাচ্ছে৷ কিছুটা ট্রুথ অর ডেয়ার গেমের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু৷

সবকিছুর উত্তর জানতে হলে এপিসোডটা দেখতে হবে৷ এই এপিসোডে কিন্তু বেশ কয়েকটি রেভেলেশেন হয়েছে দুজনের তরফ থেকে৷ রাধিকা আপ্তে এক সাউথের অভিনেতাকে দুর্ব্যবহারের জন্য চড় মারার কথা বলেছেন। কোন পরিচালকের অবসর নেওয়া উচিৎ, দ্বিধা না করে সেকথাও বলেছেন রাধিকা৷ তাঁর সঙ্গে রাজকুমারের স্ট্রিপিং৷ কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শক৷

রাধিকা তাঁর অভিজ্ঞতা থেকে জানান, তেলেগু ফিল্মের শুটিং-এ প্রথম দিন ছিল তাঁর৷ সেই ছবির অভিনেতা বলা নেই কওয়া নেই একেবারে রাধিকার পায়ে সুড়সুড়ি দিতে আরম্ভ করে৷ এরম আচরণে তিনি চড় মারেন ওই ব্যক্তিকে৷ যদিও নাম রিভিল করেননি তবে বলেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST