বিনোদন,ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ফারহিন প্রভাকরকে মারধোর করে তার থেকে জিনিসপত্র লুট করল একদল দুষ্কৃতী৷ শনিবার দুপুরের ঘটনা৷ নিজের গাড়িতে সাউথ দিল্লির এক শপিং মলের দিকে যাচ্ছিলেন ফারহিন৷
ট্রাফিকে তাঁর গাড়ি দাঁড়াতেই চারজন দুষ্কৃতী ফারহিনের গাড়িতে হামলা করে৷ অভিনেত্রী ভয় পেয়ে গাড়ি সাইডে দাঁড় করাবার চেষ্টা করেন৷ তখন তারা অকথ্য ভাষায় ফারহিনকে গালিগালাজ করা শুরু করে৷
তারা ফারহিনকে বলতে থাকে তিনি গাড়ি ঠিকভাবে চালাননি৷ তাঁর কাছে থাকা ১৬ হাজার টাকা, ওয়ালেট, গুরুত্বপূর্ণ কাগজ, মোবাইল ফোন কেড়ে নেয়৷ ফারহিন তাদের সঙ্গে বচসায় জড়িয়ে গেলে তাঁর মাথায় আঘাত করে৷
তবে ফারহিন এতকিছুর মধ্যেও গাড়ি চালিয়ে পালিয়ে গেলেও শ্বাসকষ্টজনিত কারণে বেশিদূর যেতে পারেননি৷ রাস্তাতেই প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন৷ কিছুক্ষণ পরে মধ্যেই এক আর্মি অফিসারের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন নায়িকা৷
দুষ্কৃতীদের গাড়ির নম্বর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের খোঁজার চেষ্টা চলছে৷ ফারহিন আপাতত সুস্থ বলেই জানা গিয়েছে৷
খবর২৪ঘণ্টা, জেএন