ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাম চরণ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে গৃহবন্দী তিনি। খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই। রাম চরণ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি উপসর্গবিহীন। তিনি বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন।
অভিনেতা অনুরোধ জানান, গত কয়েকদিন ধরে যারা তার সংস্পর্শে গেছেন, তারা প্রত্যেকে যেন নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন। তার সংস্পর্শে যাওয়া প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, সেই প্রার্থনাও করেন রাম চরণ।
সম্প্রতি করোনায় আক্রান্ত হন রকুল প্রীত সিং। উপসর্গবিহীন থাকায়, রকুলও বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ হয়ে ওঠেন।
করোনায় বলিউডে প্রথমে আক্রান্ত হন সঙ্গীতশিল্পী কণিকা কাপুর। লন্ডন থেকে ফেরার পরপরই উত্তরপ্রেদেশে নিজের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কণিকা। এরপর সেখানকারই একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ কয়েকদিন টানা চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে ওঠেন কণিকা কাপুর।
জেএন