পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় আইন অমান্য করে ভূ-গর্ভস্থ মাটি কর্তন করায় দুইটি এক্সেভেটরের চারটি ব্যাটারি জব্দ করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া পূর্বপাড়া ও অপর একটি স্থানে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন ও কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কোন আসামী না পাওয়া যাওয়ায় দণ্ড প্রদান করা সম্ভব না হলেও দুই ঘটনাস্থল হতে দুইটি এক্সেভেটর মেশিনের ২টি করে মোট ৪টি ব্যাটারি জব্দতালিকামূলে জব্দ করা হয় এবং এক্সেভেটর মেশিন দু’টি নিষ্ক্রিয় করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক এই মেবাইল কোর্ট পরিচালনা করেন। অবৈধভাবে মাটি কর্তন বা খনন করা হলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিএ.