নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রযুক্তিগত উপকরণ কোবাল্ট-৬০ নামের নতুন একটি মেশিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে চালু হতে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দিতে মেশিনটি খুবই কার্যকরভাবে ব্যবহৃত হবে। রেডিওথেরাপির জন্য এই অঞ্চলের ক্যান্সার রোগীদের ছুটে যেতে হয় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকায় কোনো বেসরকারি হাসপাতালে। ব্যয়বহুল এই থেরাপি দিতে না পারায় বছরে অনেক
ক্যান্সার রোগী অকালে প্রাণও হারাচ্ছেন। সেই সাতে হয়রানিও হন এ অঞ্চলের রোগীরা। এ মেশিনটি চালু হলে রোগীদের ভোগান্তি কমে আসবে। রামেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ সূত্র জানিয়েছে, ইতিমধ্যে মেশিনটি বসানোর কাজ শেষ হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু করা হবে। সার্বিক প্রক্রিয়া শেষ হতে আরো কিছু সময় লাগবে। এখন শুধু চালু হওয়ার অপেক্ষায়। হাসপাতালের অনকোলজি বিভাগে প্রতি বছর পুরাতন ক্যান্সার আক্রান্ত ৬ হাজারের বেশি রোগী
চিকিৎসা নেন। হাসপাতালের কোবাল্ট-৬০ মেশিনটি গত চার বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় এসব রোগীরা রেডিওথেরাপি নিতে পারছিলেন না এখানে। কেউ কেউ ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিলেও গরিব রোগীদের পক্ষে তা সম্ভব হচ্ছিল না। এখানে মেশিনটি চালু হলে রাজশাহী অঞ্চলের হাজার হাজার ক্যান্সার আক্রান্ত রোগী তুলনামূলক কম খরচে চিকিৎসা সুবিধা পাবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান বলেন, কোবাল্ট-৬০
সব প্রক্রিয়া শেষে চলতি বছরের শেষের দিকে চালু হবে। রেডিওথেরাপি দিতে শত শত মাইল ছুটে যেতে হচ্ছে এই অঞ্চলের ভুক্তভোগীদের। এটি চালু হলে রোগীদের ভোগান্তি কমে আসবে। সরকার নির্ধারিত ৬ হাজার টাকায় একজন ক্যান্সার আক্রান্ত রোগী এখানে রেডিওথেরাপি করাতে পারবেন। এ চিকিৎসাসেবা পেতে কোনো বেসরকারি হাসপাতালে একজন রোগীকে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ করতে হয়।
খবর২৪ঘণ্টা/এমকে