নাটোর প্রতিনিধি: অবশেষে ৩ দিন পর নাটোরের সেই শিশু হাসানের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ।নাটোর ডিবি পুলিশের ইনপেক্টর সৈকত হাসান জানান,সকালে সদর উপজেলার পাইকেরদোল এলাকার একটি রসুন ক্ষেতে পলিথিন ব্যাগে শিশুর মাথা দেখতে পেয়ে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়।পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে।মাথাটি ওই শিশুরই কিনা তা আরো নিশ্চিত
হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে বলে জানায় পুলিশ।গত ২৯ ডিসেম্বর নিখোঁজ হয়েছিল ১০ বছরের শিশু হাসান।৭দিন পর ৪ জানুয়ারি পাইকেরদোল এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মস্তক বিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ।আজ ঘটনাস্থল থেকে ১শ’গজ দূরে মাথাটি পাওয়া গেল।
আর/এস