বান্দরবান প্রতিনিধি: ৯০ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড’ বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই ক্রই হ্লা মারমাকে বয়স্ক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে থানচি উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য ডলিচিং মারমাকে নমিনি করে দ্রুত ক্রই হ্লা মারমাকে বয়স্ক ভাতা প্রদানের জন্য ইতোমধ্যে অনলাইনের যাবতীয় কাজ সম্পন্ন করেছে থানচি উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সত্যজিত মজুমদার। এসময় জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে থানচি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘আমি ক্রই হ্লা মারমার ব্যাপারে আগে জানতাম না। সংবাদ শুনেই আমি এবং জেলা সমাজ সেবার সহকারী পরিচালক দ্রুত থানচি চলে যাই। সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে ক্রই হ্লা মারমার কেউ না থাকায় তারই প্রতিবেশী নির্বাচিত উপজেলা পরিষদের সদস্য ডলিচিং মারমাকে নমিনি করে অনলাইনের যাবতীয়কাজ সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন, ‘আমরা খবর পেয়েই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়েছি। আশা করছি ঈদের পরপরই এবং এ মাসেই তিনি ৬ মাসের ভাতা বাবদ ৩ হাজার টাকা পাবেন।
এসময় তিনি আরেও বলেন, ‘সংবাদের পরপরই কেউ কেউ নগদ টাকা ও কাপড় দিয়েও অনেকে তাকে সহযোগিতা করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ