অবশেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক কে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।
আরএমপির নতুন কমিশনার হিসেবে অপরাধ বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)কে পদায়ন করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগ ঢাকার কর্মস্থলে বদলি করা হয়েছে।
জনস্বার্থে বদলিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিএ/