খবর২৪ঘণ্টা ডেস্ক: বিভিন্ন অনলাইন পোর্টালের বিকৃত, মিথ্যা ও বানোয়ট সংবাদে বিভ্রান্ত না হতে প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতী শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হাচ্ছে। এই সব সংবাদের কোনো ভিত্তি নেই। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।’
খবর২৪ঘণ্টা.কম/জেএন