নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর রাস্তায় যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত যানবাহণের স্টপেজগুলোকে অবিলম্বে অপসারণ এবং শিরোইল বাস র্টামিনাল ও ঢাকা বাস র্টামিনালকে নওদাপাড়া বাস টার্মিনাল এ স্থানান্তরসহ সাত দফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হুমায়ুন কবীরকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সকালে তাদেরকে স্মারকলিপি প্রদান করে রাজশাহীর তরুন সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস।
ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক সমাজসেবক নাজমুল ইসলাম আকাশ এর যৌথ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে যে,
রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে রাজশাহীর নওদাপাড়া এলাকায় ৭.৪১ একর জায়গার ওপর সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ২০০৪ সালের জুন মাসে স্থাপন করা হয় নওদাপাড়া বাস টার্মিনাল। টার্মিনালটিতে এক সঙ্গে প্রায় ৫০০টি বাস দাঁড়াতে পারে। ২০১১ সালের জুনে পরিবহন মালিকদের কাছে টার্মিনালটি হস্তান্তর করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। উদ্দেশ্য ছিল, নগরীর ভেতরে অবস্থিত শিরোইল বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা। কিন্তু এরপর প্রায় ১৫ বছর পার হলেও নওদাপাড়া বাসস্ট্যান্ডটি এখনও পুরোপুরি চালু হয়নি। টার্মিনালটি শুধুই বাস
দাঁড়ানোর জন্য যেন গ্যারেজে পরিণত হয়েছে এখন।
সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাজশাহীর রাস্তায় যত্রতত্র গড়ে ওঠা অপরিকল্পিত সকল প্রকার যানবাহণের স্টপেজগুলোকে অবিলম্বে অপসারণ এবং শিরোইল বাস র্টামিনাল ও ঢাকা বাস র্টামিনালকে নওদাপাড়া বাস টার্মিনাল এ স্থানান্তর করতে হবে, শহরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে শহরের ভেতর দিয়ে দূরপাল্লার বাস-ট্রাকসহ ভারী যানবাহণ চলাচল বন্ধ করতে হবে, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের লক্ষ্যে নগরীর সকল ফুটপাত দখলমুক্ত করতে হবে, ট্রাফিক আইন অনুযায়ী লেন মেনে সকল যানবাহণের চলাচল নিশ্চিত করতে হবে, যত্রতত্র যানবাহণ থামিয়ে রাস্তা দখল করে যাত্রী উঠানামা ও অবৈধ পার্কিং বন্ধ করতে হবে, রাজশাহীর প্রতিটি স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন ও
সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দ্বারা পর্যবেক্ষণ করতে হবে ও রাস্তার ধারে দৃশ্যমান স্থানে ট্রাফিক আইন সম্পকে পর্যাপ্ত নির্দেশিকা প্রদান এবং এ সম্পর্কে জনসাধারণকে অবগত করতে প্রচারণা করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইয়্যাসের অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন রকি ও সাধারণ সদস্য রিনা খাতুন।
আর/এস