নিজস্ব প্রতিবেদক :
সাইবার অপরাধসহ কোন অপরাধমূলক কর্মকান্ডেই জড়িত হওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. একেএম হাফিজ আক্তার। মঙ্গলবার দুপুরে আরএমপি আয়োজিত ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক সামাজিক মূল্যবোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহী কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী কলেজগুলোর মধ্যে অন্যতম। এ কলেজের অনেক ছাত্র দেশের বিভিন্ন জায়গায় সার্ভিস করছে। মেধাবী ছাত্রছাত্রীরা এ করেজের শিক্ষার্থী। বর্তমান সময়ে সাইবার অপরাধ বেড়েছে। সার্বিক বিষয়ে সচেতন থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি সামাজিক ভাল কাজের প্রতিও শিক্ষার্থীদের নজর দেওয়ার আহবান জানান।সভায় রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আরএমপির বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর, উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী। আরে উপস্থিত ছিলেন, ডিসি পিওএম সাইফুল ইসলাম ও নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/এমকে