ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

‘অপমান’ ভুলে ফের মমতাকে ডাকলেন মোদি

অনলাইন ভার্সন
জুন ১৭, ২০১৯ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: শপথের দিন মুখের উপর বলে দেন, যাবো না। এরপর যতবার নরেন্দ্র মোদিকে নিয়ে কথা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ততবারই তাকে ধুয়ে দিয়েছেন। এসব অপমান ভুলে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রধানকে আবার বৈঠকে ডেকেছেন।

ভারতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে সোমবার। তার আগে রোববার দিল্লিতে বসেছিল সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকেই সংসদের দুই কক্ষের তৃণমূলের দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মর্যাদা দিয়ে রাজ্যের উপরে ‘হস্তক্ষেপ’ বন্ধ করুক কেন্দ্র। বিশেষ কোনও রাজ্যকে যেন ‘নিশানা’ করা না হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীরা থাকলেও মোদি তখন বৈঠকে ছিলেন না। তিনি পরে এসে বৈঠকে যোগ দেন। যে কারণে বৈঠক শেষ হওয়ার পরে মোদি গাড়িতে ওঠা পর্যন্ত তার সঙ্গে হাঁটতে হাঁটতে তাদের দাবির কথা জানান সুদীপ।

মোদি তাকে জানান, ১৯ জুন বুধবার সব দলের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই প্রসঙ্গে কথা হতে পারে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১৯ তারিখ বেলা তিনটার সময় মোদি সব দলের সভাপতিকে নিয়ে বৈঠক করবেন দিল্লিতে। তিনি চাইছেন, তৃণমূলের চেয়ারপারসন মমতা ওই বৈঠকে উপস্থিত থাকুন।

তবে মমতা সেই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।