1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। একইসঙ্গে আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ছয়টি হলের ছাত্রদের এবং আগামীকাল রোববার সকাল ১০টর মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে অন‌্যান‌্য হলেও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ শনিবার কুয়েটে প্রথম বর্ষে ভর্তির যে পরীক্ষা হওয়ার কথা তা যথারীতি অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আজ বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST