নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল। নাম ‘নেত্রী : দ্য লিডার’। এটি আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হবে। ভারত ও তুরস্কের দুই পরিচালকের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনা করবেন অনন্ত নিজেই।
ছবিতে থাকবে অনেক চমক। তার একটি হলো এখানে ভিলেন চরিত্রে দেখা মিলবে বলিউডের তিন অভিনেতার। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত নিজেই।
তিনি জানান, তার ‘নেত্রী : দ্যা লিডার’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন বলিউডের কবির দুলহান সিং, রবি কিষান ও প্রদীপ রাওয়াত। এদের মধ্যে কবির দুহান সিং জনপ্রিয় সিনেমা ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’তে খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।
রবি কিষাণ উপহার দিয়েছেন ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ নামের সিনেমাগুলো। প্রদীপ রাওয়াত চমক দেখিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র মতো সুপারহিট সিনেমায়।
এরই মধ্যে এ তিন অভিনেতার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। তার নেত্রী হয়ে উঠার দারুণ এক গল্প উঠে আসবে সিনেমাটিকে। এখানে পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অনন্তকেও।
আজ ৭ ফেব্রুয়ারি এক অভিজাত রেস্তোরায় এ সিনেমার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেএন