খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমে জানায় পুলিশ হেড কোয়ার্টার্স।
প্রজ্ঞাপনে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) থেকে ৮ম এপিবিএন উত্তরা ঢাকায় সংযুক্ত, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেককে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ২য় এপিবিএন মুক্তাগাছার অতিরিক্ত পুলিশ সুপার, মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলামকে শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ৩য় এপিবিএন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে পিটিসি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার, মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ারকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার।
এছাড়া ৭ম এপিবিএন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার কানন কুমার দেবনাথকে সুনামগঞ্জ সার্কেল, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিনকে নেত্রকোণার খালিয়াজুড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরুকে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, অস্ট্রেলিয়ায় অধ্যয়ন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোটকৃত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে পিটিসি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার, মিশন হতে প্রত্যাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকারকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দীনকে রেলওয়ে পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হককে পিটিসি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
জেএন