বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এতে কুমিল্লার মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার টিআর পদে, নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলমকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানকে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ও বগুড়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।
আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৬৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়।
বিএ/