শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান সহ আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে শেরপুরে ২৮ জন শনাক্ত হলো। আক্রান্তরা হলেন শেরপুর পৌর শহরের স্যান্ন্যালপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোকব্বেল হোসেন (৬০), ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুর রহিম (৩৯), শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা গ্রামের মৃত ইসহাকের ছেলে আব্দুল হামিদ (৫৭) ও বিশালপুর ইউনিয়নের মানিকচাপড় গ্রামের হাবিবুর রহমান (৫০)। গত ২৭ মে করোনা ভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এবং অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নমুনা বগুড়া সদরে সংগ্রহ করা হয়েছিল।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকছেদা খাতুন ও করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান বলেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাদের সাথে অশোভন আচরণ না করে ভাল ব্যবহার করুন। তারা যেন দ্রæত সুস্থ্য হয়ে উঠে সেজন্য সহযোগিতা করতে হবে। তাদের প্রতি অমানবিক আচরণ না করে মানবিক আচরণ করতে হবে। করোনা আক্রান্ত হলেও তারা কিন্তু মানুষ। তাই তাদের বাড়িতে থেকে হোম আইসোলেশন সম্পুর্ন করতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদাত্ব আহবান জানান।
খবর২৪ঘন্টা/নই