নিজস্ব প্রতিবেদক :
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে রাজশাহী মহানগরীর সাহেব বাজার মাষ্টার পাড়ায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে ১২টা সাহেববাজার মাষ্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার অভিজিত সরকার জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে বর্তমানে ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হলেও তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিলো বলে জানান তিনি।
অভিযান চালিয়ে জ্যেতি ট্রেডার্সের মালিক কাজী গোলাম মুর্তজা ও অপর ব্যবসায়ী আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এমকে