নিজস্ব প্রতিবেদক :
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের ২০ কর্মকর্তাকে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়। তবে তাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন জনিত কারণে বদলি করা হয়েছে। অন্য এক প্রজ্ঞাপনে পুলিশের এই কর্মকর্তাসহ ২০ জনকে পদায়ন করা হয়েছে। ডিসি তানভীর হায়দার চৌধুরী দীর্ঘদিন ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সুনামের সাথে কাজ করে আসছেন। তিনি আরএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন
ও বর্তমানে আরএমপির সদর উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত সালমা বেগমকে আরএমপিতে পদায়ন করা হয়েছে। আরএমপির ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী বলেন, আমার পদোন্নতির সংবাদ শুনেছি। পদায়ন পূর্বক বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রজ্ঞাপন হাতে পায়নি।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী স্যার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। তাকে পদায়নজনিত কারণে বদলি করা হয়েছে।
আর/এস