হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া (২৭), একই উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবু্ল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, নিহত দুই অটোরিকশা চালক স্থানীয় একটি রিকশা গ্যারেজে রোববার (১২ সেপ্টেম্বর) রাতে তাদের অটোরিকশা চার্জে দেয়। পরে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে গ্যারেজ থেকে অটোরিকশা আনার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জেএন