খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজারের মাঠ থেকে অজ্ঞাত এক অচেতন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে দারোরা ইউনিয়ন করোনা সচেতনতা কমিটি।
অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেও করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে কেউ এগিয়ে যায়নি বলে জানা গেছে।
সোমবার দুপুরে দারোরা ইউপির সচিব নাইম সরকার বলেন, দারোরা বাজার মাঠে এক অজ্ঞাত ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে স্থানীয় ও গ্রাম পুলিশের সহযোগিতায় বাজারের মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রথমে তাকে ওই বাজারের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। তার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তার স্বজনরা আসলে তাদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই