খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বদলে যাচ্ছে মোবাইল নম্বরের চেহারা ? এবার আর দশ সংখ্যার মোবাইল নম্বর নয়, এবার থেকে প্রতিটি মোবাইল নম্বর হবে ১৩ সংখ্যার ? কেন্দ্রীয় টেলিকম রেগুলেটরি সংস্থার তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে রটে যায় প্রথমে। বলা হয়েছে, মোবাইলে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করার তাগিদে এই পরিবর্তন আনার কথা ভাবা হয়েছে। গত জানুয়ারি মাসেই এই বিষয়টি নিয়ে ট্রাই টেলিকম অপারেটর সংস্থাগুলিকে একটি নির্দেশনামা পাঠিয়ে ছিল। সেই নির্দেশ বিচার করে এই নম্বর পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা হবে এই বছরই অক্টোবর মাসের ১ তারিখ থেকে। এই বছরের শেষে, মানে ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণও হয়ে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু পরে জানা যায়, এই নিয়ম শুধু কার্যকর হবে মেশিন টু মেশিন সিস্টেমের জন্য। বাকি সাধারণ ব্যবহার কারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। অর্থাৎ সোয়াইপ মেশিন, ট্র্যাফিক ট্র্যাকিংয়ের জন্য এটি ব্যবহার করা হবে।
ভারতে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়, তার সংখ্যার পরিমাণ বর্তমানে ১০। একমাত্র চীন ছাড়া আর কোনও দেশেই এত বড় সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করা হয় না। চীনের মোবাইল নম্বরে থাকে মোট ১১টি সংখ্যা। টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই মনে করছে, আধার সংযোগ হওয়ার পরে ভারতের সাধারণ মানুষ নানা আর্থিক লেনদেন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ কাজে মোবাইল নম্বর ব্যবহার করে। ফলে এটি নিরাপদ হওয়া একান্তই প্রয়োজন। আর সংখ্যা যদি ১৩টি হয়, তাহলে অনেকটাই নিরাপদে থাকবে মোবাইল নম্বরগুলি। সেই কারণেই এই পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু নতুন কানেকশন যাঁরা নেবেন, এই প্রক্রিয়া শুধু তাঁদের জন্যই লাগু হবে না। যাঁরা এখন মোবাইল নম্বর ব্যবহার করছেন, তাঁদের নম্বরও বদলে যাবে। আগের সঙ্গে উক্ত হবে নতুন তিনটি সংখ্যা। এই পরিবর্তন করার বিষয়ে ট্রাই যে নির্দেশিকা দিয়েছে, তাতে বলা হয়েছে সিম নির্ভর মেশিন টু মেসিন ডিভাইসে যে সিমকার্ডগুলি ব্যবহার করা হয়, সেগুলির নম্বরে বদল করতে হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ