খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: নিদাহাস ট্রফিতে অংশ নিতে আজ রোববার (৪ মার্চ) ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তারা।
টাইগারদের বহরে আজ বাংলাদেশ দলের ১৩ সদস্য রওনা দিয়েছে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। বাকি ৩ জন (তামিম, সাব্বির, মুস্তাফিজ) পাকিস্তান সুপার লিগ খেলতে দুবাই থাকায় তারা ওখান থেকে দলের সাথে যোগ দিবেন।
ত্রিদেশীয় সিরিজে সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করলেও সাকিব ফিট না থাকায় মাহমুদউল্লাহ কে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ মার্চ ভারতের বিপক্ষে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ নিজেদের আন্ডারডগ বললেও ফাইনালে চোখ রাখছেন। এই টুর্নামেন্ট প্রতিটি দল দুইবার করে একে অন্যের সাথে খেলবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
নিদাহাস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রাহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।
খবর২৪ঘণ্টা.কম/রখ