নিজস্ব প্রতিবেদক :
৯৯৯ এ কল দিয়ে রাজশাহী মহানগরবাসী তাৎক্ষণিক জরুরী সেবা পাবেন। ৯৯৯ এ কল দিতে গ্রাহকের কোন পয়সা খরচ হবে না। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২টি থানায় প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের মাঝে কম্পিউটার বিতরণ ও ৯৯৯ জরুরী সেবার উদ্বোধন করেন আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার।এ সময় আরো উপস্থিত ছিলেন, আরএমপির ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম ও এসি হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার সাংবাদিকদের জানান, যেকেনো মানুষ বিপদে-আপদে ও জরুরী প্রয়োজনে ৯৯৯ কল দিলে তাৎক্ষণিক সেবা
পাবে। এই সেবা নিতে কোন টাকা খরচ হবে না। এ ছাড়া মানুষ কোকো ক্রাইসিস মুহূর্ত দেখলে বা নিজে বিপদে পড়লেও ৯৯৯ এ কল দেওয়া যাবে। নগরবাসী ৯৯৯ এ কল দিয়ে পুলিশি সেবা, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সেবা পাবেন। এ ছাড়া আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এমন কিছু দেখলেও সেখানে জানাতে পারবে। পুলিশ খুব কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। তিনি আরো জানান আরএমপির ১২ থানায় ২৪টি কম্পিউটার দেওয়া হচ্ছে। ২৪ জন এসআই ইতিমধ্যে ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সার্বক্ষণিক এ সেবা পাওয়া যাবে। মানুষের মধ্যে সেবা বাড়াতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আরো জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে