আন্তর্জাতিক ডেস্ক: ভারত শাসিত কাশ্মীরে ইন্টারনেটের ওপর থাকা নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর এবার ইন্টারনেট সুবিধা পাবেন অঞ্চলটির বাসিন্দারা। এছাড়া, তাদের ওপর থেকে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বাধা-নিষেধও। তবে এটি করা হয়েছে পরীক্ষামূলকভাবে দুই সপ্তাহের জন্য।
ইন্টারনেট সেবা চালু হলেও মোবাইল ইন্টারনেটের স্পিড থাকবে সীমিত। সম্প্রতি দেশটির একটি সুপ্রিম কোর্ট ইন্টারনেট সেবা পুনরায় চালু করার জন্য নির্দেশ প্রদান করে। তবে আগামি ১৭ই মার্চের পর এ সেবা আবারো বন্ধ হয়ে যাবে কিনা তা নিশ্চিত করেন নি ভারতীয় কর্মকর্তারা।
ভারত সঞ্চার নিগাম লিমিটেড নামের রাষ্ট্র পরিচালিত ব্রডব্যান্ড সেবার কর্মকর্তা একে শ্রীবাস্তব জানিয়েছেন, এটি কাশ্মীরের প্রধান ইন্টারনেট প্রদানকারী সংস্থা।
তারা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে। গত বছরের আগস্ট মাসে কাশ্মীরের স্বশাসনের অধিকার বাতিল করে মোদি সরকার। এরপর সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। কারণ হিসেবে সহিংসতার আশঙ্কার কথা জানিয়েছিল সরকার। সূত্র: আল-জাজিরা।
খবর২৪ঘন্টা/নই