গোদাগাড়ী প্রতিনিধিঃ সরকারী কোষাগার হতে বেতন ভাতার দাবিতে আবারও কর্মবিরতিতে নেমেছে গোদাগাড়ী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা। এর আগে একদিন, দুইদিন কর্মবিরতি পালন করলেও সরকারের পক্ষহতে কোন সারা না পাওয়ার কারনে সপ্তাহের শুরুতেই এবার টানা তিন দিন ৭২ ঘন্টার বিরতি পালন করছে।
তাদের দাবি সরকার অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো ও সরকারী করণ করেছে কিন্ত আমরা একইদেশের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কেন সমান বেতন ভাতা পাব না? । তাই আর আমরা বসে থাকবো না সকল কাজ ফেলে দিয়ে আমাদের দাবি আদায়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
এদিকে এবার তিনদিনের কর্মবিরতিতে পৌরসভায় জন্মনিবন্ধন ঠিক করতে আসা সুলতানগঞ্জ এলাকার এক নারী বলেন এর আগেও আমি আমার জন্মসনদ নিতে এসেছিলাম এসব কারনে ফিরে গেছি। আজও ছেলেন জন্মনিবন্ধন ঠিক করতে এসে পাচ্ছি না। এমন চলতে থাকলে আমাদের অসুবিধা হতেই থাকবে।
অপরদিকে আরো কয়েকজন বলেন আমরা দিনমজুর কাজ ফেলে আজ পৌরসভায় জন্মসনদ ঠিক করতে এসে পেলাম না। এতে আমাদের কাজও হলো না আর আয়রোজগারও হলো না।
এমনি ভাবে সেবা পেতে আসা অনেক পৌর নাগরিক সেবা বঞ্চিত ও হয়রানী হয়েছে। ঘনঘন কর্মবিরতিতে দূর্ভোগ চরমে পৌচেছে।
গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা -কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সনাউল্লাহর সভাপতিত্বে কর্মবিরতি পালনে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার দায়িত্ব প্রাপ্ত সচিব সারওয়ার জাহান মকুল, প্রশাসনিক কর্মকর্তা জহির রায়হা, হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দীন, সেনেটারী ইন্সপেক্টর সেমাজুল হক, কার্যসহকারী কাওসার মাসুমসহ ৩৮ জন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ