খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে ঢাকার যোগাযোগ আরো সুগম হলো। গতকাল শুক্রবার থেকে চালু হয়েছে ঢাকা-কলকাতা বাস পরিষেবা বা সার্ভিস। এর ফলে বাসপথে আরও কাছে এল ভারত ও বাংলাদেশ।
শুক্রবার ঢাকায় পাঁচটি বাস রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই রুটগুলি হচ্ছে, ঢাকা-কলকাতা, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা ঢাকা-শিলং-গুয়াহাটি এবং ঢাকা-আগরতলা। এই আন্তর্জাতিক বাস পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘শ্যামলী এনআর ট্রাভেলস’।
গতকাল সকাল ৭টা নাগাদ রাজধানী ঢাকার কমলাপুর আন্তর্জাতিক বাস টার্মিনালে নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন বাংলাদেশের সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রকের সচিব মহম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ সড়ক-পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া।
নয়া রুটের উদ্বোধন করে সচিব নজরুল ইসলাম বলেন, নতুন বাসে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধার দিকে আরও বেশি করে নজর দেওয়া হবে। শ্যামলী এনআর ট্রাভেলসের পরিচালক (এমডি) রাকেশ ঘোষ বলেন, ‘আগের চেয়ে এবারের গাড়িগুলো আরও ভাল। এতে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করার ব্যবস্থা রয়েছে। বিআরটিসি সূত্র জানায়, নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে।’ তবে ভাড়ায় কোনও পরিবর্তন করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
বিআরটিসি জানিয়েছে, যাত্রীরা টিকিট কিনতে পারবেন কমলাপুর বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল কাউন্টার, আরামবাগ শ্যামলী বাস কাউন্টার, কল্যাণপুর ও পান্থপথ শ্যামলী কাউন্টারে। এছাড়াও নারায়ণগঞ্জের চাষাড়া, সাভার বাসস্ট্যান্ডে শ্যামলী কাউন্টার থেকে টিকিট খরিদ করতে পারবেন কলকাতা-সহ ভারতের অন্যান্য রুটের যাত্রীরা।
সোম, বুধ ও শুক্রবার সকাল সাড়ে ৭টা ও রাত ১০ টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ভারতে গন্তব্যের উদ্দেশে ঢাকা থেকে বাস ছাড়বে। আর শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে কলকাতা থেকে যাত্রা শুরু করবে শ্যামলী এনআর-এর বাস।
খবর২৪ঘণ্টা.কম/রখ