1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৫০টি শিশুর যৌন নিপীড়নে জেলে ফুটবল কোচ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

৫০টি শিশুর যৌন নিপীড়নে জেলে ফুটবল কোচ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সাজা ঘোষণার আগে অভিযুক্তকে এভাবেই তার কৃতকর্মের ব্যাখ্যা দিলেন বিচারক৷ প্রায় শতাধিক শিশুর সঙ্গে যৌন নিপীড়নের দায়ে প্রাক্তন ফুটবল কোচ ব্যারি বেনেলকে ৩০ বছরের কারাবাস দিল লিভারপুলের এক আদালত৷ অতীতে ম্যাঞ্চেস্টার সিটির যুব দলের দায়িত্ব সামলেচ্ছে বেনেল৷

৬৪ বছরের প্রাক্তন এই ফুটবল কোচকে সম্ভবত বাকি জীবনটা কাটাতে হবে জেলেই৷ ম্যাঞ্চেস্টার সিটি যুব এবং ক্রিউই আলেকজান্দ্রায় (১৯৭৯ থেকে ১৯৯১) কোচিং কেরিয়ারে প্রায় ১২ জন তরুণ ফুটবলারকে যৌন নিপীড়ন করেছে বেনেল৷ এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিরাচক বলেন, ‘তুমি তোমার ইচ্ছে চরিতার্থ করার জন্য এদের শৈশব নষ্ট করেছ৷’

শৈশবে যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদের অনেকেই আদালাতে ভয়ঙ্কর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনান৷ কীভাবে এই ‘দৈত্য’ তাঁদের শৈশব নষ্ট করেছে৷ গায়ে নীল রংয়ের জাম্পার এবং ধুসর রংয়ের জগিং টাউজার পরিহিত বেনেলকে আদালতে আনা হয়েছিল৷ দু’ হাতের মাঝে মাথা লুকিয়ে আদালতের কক্ষে ঢোকে অভিযুক্ত৷ কিন্তু আদালতে যখন নির্যাতিতরা তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন মাথা তুলে তাঁদের দিকে তাকিয়েছিল বেনেল৷

নির্যাতিত এক ব্যক্তি আদালাতে তাঁর মতামত শোনাতে গিয়ে বলেন, ‘শিশু অবস্থায় এমন কোনও দিন যায়নি, যেদিন তোমার নির্যাতনের শিকার হয়নি৷ অপর এক নির্যাতিত ক্রিস আনওরর্থ জানান, বেনেল তাঁরা পেশাদার ফুটবল হয়ে ওঠার স্বপ্ন নষ্ট করে দিয়েছে৷’

আর এক নির্যাতিত জানান, ‘আমার মনে হয়, আমি কোনও দিন অতীতের সেই দিনগুলি ভুলতে পারব না৷ ব্যারি ও আলেকজান্দ্রা আমার জীবন ছিনিয়ে নিয়েছে৷’ অপর একজন বলেন, ‘এই দৈত্যটি আমাকে সেক্স টয় হিসেবে ব্যবহার করেছে৷ এখন তার সাজা পাচ্ছে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST