সংবাদ বিজ্ঞপ্তি : তৃতীয় বারেও করোনা পজিটিভ হয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত এক মাসের অধিক সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ নভেম্বর তার করোনা উপসর্গ দেখা দিলে তিনি সপরিবারে করোনা পরীক্ষা করেন এবং ১১ নভেম্বর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে, এরপর থেকে তিনি সপরিবারে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন। পরবর্তীতে, অবস্থার কিছুটা অবনতি হলে ১৭ ই নভেম্বর রাজশাহী মহানগরীর সিডিএম হসপিটালে ভর্তি হন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২২ নভেম্বর তাকে জরুরী ভিত্তিতে ঢাকার গ্রীন
লাইফ হসপিটালে নেয়া হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে শিফট করা হয়। গত এক মাসে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের তিন বার করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ গত ৪ ডিসেম্বর করোনা টেস্টে রেজাল্ট আবারও পজিটিভ আসে। বর্তমানে তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থতা বোধ করলেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আরো কিছুদিন তাকে অবজারভেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, তিনি ঢাকার গ্রীন লাইফ হসপিটালে প্রফেসর ডাক্তার এবিএম আবদুল্লাহর পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে, অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ সকল অসুস্থ বিএনপি নেতৃবৃন্দদের সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীর থানা-ওয়ার্ডে, পবা মোহনপুর এর বিভিন্ন উপজেলা, ইউনিয়নে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এস/আর