নিজস্ব প্রতিবেদক : নাটোরে পিকাপ থেকে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার কানাইপাড়া এলাকার মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিরসর নতুনহাটি এলাকার ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরমথুরাপুর এলাকার শাহাজাহানের ছেলে রিয়াজুল ইসলাম (২৩)। আজ সোমবার সকাল ৭টার দিকে নাটোর সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার সকালে নাটোর সদর থানাধীন সুলতানপুর এলাকায়
নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোষ্ট পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় একটি পিকাপ জব্দ করা হয়। আটককৃতরা গাঁজাগুলো কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে পিকআপ যোগে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিলো। পথে র্যাবের চেকপোষ্টে তারা ধরা খায়। আসামীদের রিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর