নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জন ও রাজশাহী জেলায় ১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৩৬২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯২ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৫০২ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১২০ জন, পবা উপজেলায় ৩৩৫ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮২ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জন ও রাজশাহী জেলায় ১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৩৬২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯২ জনের। মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এরমধ্যে ২৩ হাজার ৭০২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২২ জন, নওগাঁ ১৬১৪ জন, নাটোর ১২২৯ জন, জয়পুরহাট ১৩৫৫ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৯১৫ জন, সিরাজগঞ্জ ২৭৫৬ জন ও পাবনা জেলায় ১৬৭৯ জন। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। মৃত্যু হওয়া ৩৮৯ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৭ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৫৭০ জন।
এস/আর