খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন রোগী হাসপতালে ভর্তি হয়েছে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছে ১৭ জন ডেঙ্গু রোগী।
এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে একজনের তথ্য পাঠানো হয়। তবে আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে মৃত্যু ডেঙ্গু জনিত নয় বলে নিশ্চিত করেছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের অন্যান বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কোন রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এমনকি ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।
এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৪ই আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৬৬জন।
খবর২৪ঘন্টা/নই