আগামী দশ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ছেলেদের ইভেন্টের সূচি ঘোষণা করেছে। যেখানে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশের নাম।
মঙ্গলবার (১৬ নভেম্বর) আইসিসি নিজেদের টুইটারে এই সূচি পোস্ট করে।
ঘোষণা করা সূচিতে ২০২৪ সালের টি-টেয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজক হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৫ চ্যাম্পিয়নশিপের একক আয়োজক হতে চলেছে পাকিস্তান।
২০২৬ টি-টেয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে। ২০২৮ টি-টেয়েন্টি বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
২০২৯ চ্যাম্পিয়নস টফ্রি ভারতের মাঠে গড়াবে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ২০৩০ টি-টেয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। বাংলাদেশ ও ভারত ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে।
২০১১ সালে ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছিল। ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজক হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিএ/