সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

২০০ গ্রাম হেরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-৫

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 রাজশাহীর গোদাগাড়ী  ২০০ গ্রাম হেরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)

২০ ফেব্রয়ারী  রাত ১১:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  মোছাঃ রুমা খাতুন (৪২), স্বামী-মোঃ হযরত আলী, সাং-কাদিপুর, ইউপি-মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’ কে হেরোইন- ২০০ গ্রাম, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড ০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদিপুর গ্রাম¯’ মাদক ব্যবসায়ী মোঃ হযরত আলী (৪৭), পিতা-মোঃ মোর্জেম আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই  মাদক ব্যবসায়ী মোঃ হযরত আলী (৪৭) এর বসত বাড়ীতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় ১ জন মহিলাকে হাতে নাতে ঘটনাস্থলে রুমের ভিতর আটক করে এবং অপর ১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত আসামীর বসত বাড়ি তল্লাসী করে তার নিজ শয়ন কক্ষের ভিতরে থাকা প্লাস্টিকের র‌্যাকের ভিতরে পুরাতন মশারীদ্বারা প্যাঁচিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা  উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

 ধৃত আসামী জানায় যে, পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জ/ন

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।