খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মঞ্চ প্রস্তুতই ছিল তার জন্য। মেলবোর্নের রড লেভার এরেনাও যেন একটি ইতিহাসে স্বাক্ষী হওয়ার উদগ্রা বাসনা নিয়ে আজ সকাল থেকে অপেক্ষায় ছিল। একে একে সব প্রতিদ্বন্দ্বী তো আগেই ঝরে পড়েছিল রজার ফেদেরারের পথ থেকে। সামনে বাকি ছিল শুধু মারিন চিলিচ।
রড লেভার এরেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেই বাধাও দূর করে দিলেন ফেদেরার। যদিও ফাইনালটা হলো ফাইনালের মতো। পুরো পাঁচ সেটই খেলতে হয়েছে সুইস কিংবদন্তিকে। শেষ পর্যন্ত ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬ এবং ৬-১ সেটে চিলিচকে হারিয়ে ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নিলেন রজার ফেদেরার।
খবর২৪ঘণ্টা.কম/রখ