সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

অনলাইন ভার্সন
নভেম্বর ৩০, ২০১৭ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি। এ উপলক্ষে আগামীকাল (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক প্রধান অতিথি ও সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান আলোচক এবং লায়ন আফরুজা বেগম হ্যাপি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।