সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

১৭৪ রানের লক্ষ্যের পথে রংপুর রাইডার্স

অনলাইন ভার্সন
নভেম্বর ২৮, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা , স্পোর্টস ডেস্ক: ঝড় তোলার আগেই ক্রিস গেইলকে ফেরালেন সোহেল তানভির। ৩ বল খেলে ১ চারে ৫ রান করে গেইল ফিরে গেলেন ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই। তবে এদিন ওপেনিংয়ে নামার সুযোগ পেয়ে কাজটা দারুণভাবে কাজে লাগালেন জিয়াউর রহমান। ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে ঝড় তুলেলেন তিনি। এই দুজনের ঝড়ে সিলেট সিক্সার্সের ছুড়ে দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে পথেই আছে রংপুর রাইডার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির রংপুরের সংগ্রহ ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান।

.

গেইল ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন জিয়াউর রহমান ও ব্রেন্ডন ম্যাককালাম। জিয়াউর ১৮ বলে করেন ৩৬ রান। ২টি ছক্কার ৫টি চার হাঁকান তিনি। জিয়াউর ফিরে গেলেও ম্যাককালাম অবশ্য উইকেটে রয়েছেন এখনও। জিয়াউরের পর মোহাম্মদ মিথুন ফিরে গেলেও তাই ভালোভাবেই ম্যাচে আছে রংপুর। ম্যাককালামের সঙ্গে এখন ব্যাট করছেন রবি বোপারা।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট সিক্সার্স : ২০ ওভারে ১৭৩/৫ (ফ্লেচার ২৬, নুরুল হাসান ৫, নাসির হোসেন ৪, বাবর আজম ৫৪, সাব্বির রহমান ৪৪, রস হুইটলি ১৭*, টিম ব্রেসনান ১৬*; মাশরাফি ১/৩৯, নাজমুল ৩/১৮)।

খবর২৪ ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।