1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১৫ জুলাই রাজশাহীতে সমাহিত করা হবে সঙ্গীতের জাদুকর এন্ড্রো কিশোরকে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

১৫ জুলাই রাজশাহীতে সমাহিত করা হবে সঙ্গীতের জাদুকর এন্ড্রো কিশোরকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলা, ২০২০
এন্ড্রু কিশোর

নিজস্ব প্রতিবেদক : দেশ-বিদেশের কোটি ভক্তকে কাঁদিয়ে দয়ালের ডাকে না ফেরার দেশে চলে গেছেন শিক্ষানগরী খ্যাত রাজশাহীর কৃতি সন্তান ও প্লেব্যাক স¤্রাট কণ্ঠরাজ এন্ড্রো কিশোর। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগীর মহিষবাথানে তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হলেছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী কোটি ভক্ত রেখে গেছেন। রাত ১০টার দিকে গুনী এই শিল্পীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হিমঘরে রাখা হয়। তাকে হারিয়ে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশের

মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বোনের বাড়ির সামনে হাজার হাজার ভক্ত জড়ো হয় প্রিয় শিল্পীকে একনজর দেখতে। কারণ এখনই তাকে সমাহিত করা হচ্ছেনা। তার ছেলে ও মেয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য অবস্থান করছেন। ছেলেমেয়ের জন্য অপেক্ষায় তাকে হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার তার স্বনজরা জানিয়েছেন তার ছেলেমেয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরতে দেরি হবে। সেক্ষেত্রে ছেলে ৮ জুলাই ও মেয়ে ১৩ জুলাই দেশে ফিরতে পারে। এ কারণে ১৫ জুলাই তাকে শেষকৃত্য শেষে মায়ের পাশে সমাহিত করা হবে। তার আগে সঙ্গীতের এই জাদুকরের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। উল্লেখ্য, সিঙ্গাপুর চিকিৎসা শেষে দেশে

ফেরার পরপরই ঢাকা থেকে রাজশাহী আসেন তিনি। এরপর থেকেই তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিলোনা। রোববার থেকে কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল তার। অবশেষে সোমবার সন্ধ্যায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে রাজশাহীসহ সারাদেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৫৫ সালে গুনী এই শিল্লী রাজশাহীতে জন্মগ্রহণ করেন। বড় হয়ে ওস্তা

আব্দুল আজীজ বাচ্চুর কাছে সঙ্গীত চর্চা করতেন। পরে ছবিতে প্রথম গান করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বাংলা ছবি মানেই এন্ড্রো কিশোরের গান। দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন ছবিতে গান গেয়েছেন তিনি। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী ছিলেন রাজশাহীর কৃতি সন্তান এন্ড্রো কিশোর। তার কণ্ঠে গাওয়া প্রায় ১৫ হাজারেরও বেশি গান রয়েছে সুরের এই জাদুকরের।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST