1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১৪৩ বস্তা সরকারি চাল পাচারের সময় ডিলারসহ আটক ২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০:৫৫ অপরাহ্ন

১৪৩ বস্তা সরকারি চাল পাচারের সময় ডিলারসহ আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চাল পাচারের সময় ডিলার জিল্লুর রহমান ও নসিমন চালক শিপন মিয়াকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জিল্লুর রহমান শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শালমারা এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চালসহ নছিমন চালককে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারের গোডাউনে চালের হিসেবের গরমিল পান। পরে আটক নসিমন চালকের স্বীকারোক্তি মোতাবেক ডিলার জিল্লুর রহমানকেও আটক করা হয়।

শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৪৩ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতা নসিমনহ চালককে আটক করে আমাকে খবর দেন। পরে আমি বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানাই।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চালগুলো বগুড়ার সোনাতলা উপজেলায় পাচার করা হচ্ছিল। আটক ডিলার ও নসিমন চালকের থানায় মামলার প্রস্তুতি চলছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, এ ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে । জিল্লুর রহমানেরর ডিলারশিপ বাতিলসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে। খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST