সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

১২ মিনিটেই চার্জ হবে স্যামসাং ফোন

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১, ২০১৭ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি যত বড় এটি চার্জ হতে তত বেশি সময় লাগে। এই সমস্যার সমাধানে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য এমন এক প্রযুক্তি আবিষ্কার করে যার মাধ্যমে মাত্র ১২ মিনিটেই ফোন সম্পূর্ণ চার্জ হবে।

এই প্রযুক্তি উদ্ভাবনের জন্য স্যামসাং এমন একটি উপাদান তাদের ব্যাটারিতে ব্যবহার করেছে যা দ্রুত চার্জ নেয়। স্যামসাং দাবি করছে তাদের উদ্ভাবিত এই উপাদান সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে ৪৫ শতাংশ দ্রুত চার্জ নিতে সক্ষম।

ধারণা করা হচ্ছে স্যামসাংয়ের পরবর্তী ফোনগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

যদিও স্যামসাংয়ের উদ্ভাবিত এই প্রযুক্তি কতটা ফোনের সুরক্ষা দেবে সে ব্যাপারে এখনো সন্দিহান। কেননা, গতবছর স্যামসাংয়ের নোট সেভেন ফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা কেলেঙ্কারির পর্যায়ে চলে গিয়েছিল। এক পর্যায়ে ওই ফোনটি বাজার থেকে তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

তথ্যপ্রযুক্তিবিদদের অভিমত, যেসব ফোন দ্রুত চার্জ হয় সেসব ফোন দ্রুতই গরম হয়। ফলে এর ব্যাটারির বিস্ফোরণ কিংবা আগুণ ধরার আশঙ্কা থেকেই যায়।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।