নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মান্দা উপলজেলায় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ভোটমারি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই থানার তালুক শাকাতি গ্রামের মকছুদুর রহমানের ছেলে মহুবার রহমান (২৩)। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে তাদের মান্দা থানাধীন ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মহুবার রহমান ও মকছুদুর রহমানকে আটক করে। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর