সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ সময়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করেন। তবে দায়িত্বগ্রহণের দুই সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার কংগ্রেসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইয়েমেনি হুথিদের সন্ত্রাসী স্বীকৃতি প্রত্যাহারের পরিকল্পনার কথা জানান।
ব্লিনকেন বলেন, আমাদের পদক্ষেপ পুরোটাই মানবিক পরিস্থিতির জন্য। জাতিসংঘসহ মানবিক সংস্থাগুলো স্পষ্ট করেছে যে, আগের প্রশাসনের শেষ মুহূর্তের ওই স্বীকৃতিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আরও ত্বরান্বিত হবে।
জাতিসংঘের তথ্যমতে, ইয়েমেনের প্রায় আড়াই কোটি জনগণের মধ্যে ৮০ শতাংশেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। দেশটির বর্তমান অবস্থা বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকট হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
২০১৫ সালে ইরান সমর্থিত হুথিদের দমনে ইয়েমেনে প্রবেশ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এখানে প্রকাশ্যে ইয়েমেনের সাথে যুদ্ধ হলেও আদতে সেটি ইরান-সৌদির ছায়াযুদ্ধ হিসেবে মনে করা হয়। এতে বরবরই পূর্ণ সমর্থন ছিল ট্রাম্প প্রশাসনের।
জেএন