1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হাইভোল্টেজ ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

হাইভোল্টেজ ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অধরা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা মিশনে মাঠে নামছে বাংলাদেশ। হাইভোল্টেজ ফাইনালে শ্রীলঙ্কার কাছে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে মাশরাফি বিন মর্তুজার দল।

ঘরের মাটিতে কখনোই ত্রিদেশীয় সিরিজ কিংবা দু’টির বেশি টিম নিয়ে কোনো টুর্নামেন্ট জেতা হয়নি টাইগারদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ফাইনালেই সঙ্গী হয়েছে হতাশা। এবার সেই আক্ষেপ ঘোঁচাতে মরিয়া টিম বাংলাদেশ।

ছন্দে ফেরা লঙ্কানদের হারিয়ে ট্রফি হাতে নেওয়ার লক্ষ্য পূরণে সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিরা জ্বলে উঠলেই জোরালো গর্জন উঠবে গ্যালারিতে।

লঙ্কানদের বিপক্ষে ফাইনালের মহরায় বড় এক ধাক্কাই খেয়েছে স্বাগতিক শিবির। এটিই সমর্থকদের মনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দু’দিন আগের ম্যাচটিতে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইনআপ। ১০ উইকেটের দাপুটে জয়ে বোনাস পয়েন্ট নিয়ে শিরোপা নির্ধারণীতে পা রাখে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জিম্বাবুয়ে।

দুঃস্মৃতি ভুলে সামনে তাকাচ্ছে টিম বাংলাদেশ। শিরোপা ভিন্ন কিছুই ভাবছে না মাশরাফি বাহিনী। মধুর প্রতিশোধ নিতে ফাইনালের চেয়ে আর ভালো মঞ্চ আর কি হতে পারে। প্রথম মুখোমুখি লড়াইয়ে সাবেক কোচ হাথুরুর শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দেয় মাশরাফির দল। ১৯ জানুয়ারির ম্যাচটিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের (১৬৩) জয় উদযাপন করে বাংলাদেশ। ব্যাক-টু-ব্যাক বোনাস পয়েন্টসহ জয়ে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় ফাইনাল।

টানা তিন ম্যাচে দাপুটে জয়ের পর হঠাৎই যেন ছন্দপতন! আগের ম্যাচের ভুলে থাকার মতো পারফরম্যান্স পেছনে রেখে ফাইনালে শিরোপা লড়াইয়ে প্রস্তুত টাইগাররা। কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় স্বাগতিক ক্রিকেটপ্রেমীরা। ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে মুখিয়ে আছেন দর্শকরা। বছরের শুরুতে ভক্ত-সমর্থকদের এমন একটি উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ লাল-সবুজের জার্সিধারীরা।

মাঠের খেলায় প্রথম তিন ম্যাচের পুনরাবৃত্তি হলেই এগিয়ে থাকবে বাংলাদেশ। ফাইনালের মঞ্চে সিনিয়ররা জ্বলে উঠলে দলীয় পারফরম্যান্সটাও স্মরণীয় হয়ে থাকবে।

ওপেনার তামিম ইকবাল ফর্মের তুঙ্গে। অলরাউন্ড পারফরম্যান্সে ভরসার প্রতীক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নির্ভরতার আরেক নাম মুশফিকুর রহিম। সঙ্গে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ তো আছেনই। বোলিংয়ে রুবেল-মোস্তাফিজদের সামনে থেকে নেতৃত্ব দেবেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST